আবারও ব্যাট হাতে সেঞ্চুরির পথে আশরাফুল
ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে বিকেএসপির তিন নম্বর মাঠে শাহরিয়ার নাফীসের ৯৯ রানের সুবাদে ২৫২ রান সংগ্রহ করেছে অগ্রণী ব্যাংক। জবাবে কলাবাগান ক্রিয়া চক্রের হয়ে এর মধ্যেই অর্ধশতক পূর্ণ করে সেঞ্চুরির দিকে এগিয়ে যাচ্ছেন মোহাম্মদ আশরাফুল।
অগ্রণী ব্যাংকের ২৫২ রান তাড়া করতে নেমে শুরুতেই উইকেট হারায় কলাবাগান। দলীয় ২১ রানে ব্যাক্তিগত ১০ রানে ফিরে যান জসিমউদ্দীন। এরপরেই ক্রিজে নামেন মোহাম্মদ আশরাফুল। অপরপ্রান্তে থাকা তাসামুলকে নিয়ে নতুন শুরু করেন।
৮৪ বল থেকে দুজনে গড়ে তোলেন অর্ধশত রানের জুটি। তবেএখানেই থেমে না থেকে সেটিতে ২২.৫ ওভারে শতরানের জুটিতে নিয়ে যান। এ সময় ৬৩ বল থেকে তার অর্ধশতকটি তুলে নেন। এরকিছু সময় পরই আশরাফুল তুলে নেন তার অর্ধশতক। অর্ধশতকের জন্য ৭৭টি তিনি বল খেলেছেন।
আশরাফুল ও তাসামুলের ব্যাটিং জয়ের সুবাস পাচ্ছে কলাবাগান। দুজনেই এখন সেঞ্চুরির দিকে এগিয়ে যাচ্ছেন। রিপোটর্টি লেখা পর্যন্ত তারা দুজনে অবিচ্ছেদ্য ১৮১ রানের জুটি গড়ে তুলেছেন। যেখানে আশরাফুল ১১৩ বল থেকে ৮৩ এবং তাসহামুল ১১০ বল থেকে ১০৩ রানে ব্যাট করছেন। কলাবাগানের দলীয় সংগ্রহ এক উইকেটের বিনিময়ে ৪০ ওভারে ২০৪ রান।

Comments

Post a Comment

Popular posts from this blog