টাইগারদের শ্রীলঙ্কা সফর নিয়ে এবার যা বললেন মাশরাফি
 ৬ মার্চ শ্রীলঙ্কায় পর্দা উঠতে যাচ্ছে ভারত-শ্রীলঙ্কা ও বাংলাদেশকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ। যার নাম দেয়া হয়েছে ‘নিদাহাস ট্রফি।’ তবে সময়টা খারাপ যাচ্ছে বাংলাদেশ দলের।
ঘরের মাটিতে শ্রীলঙ্কার বিপক্ষে পুরোপুরি ব্যর্থ হয়েছে টাইগাররা। আজ শ্রীলঙ্কার উদ্দেশ্যে বাংলাদেশ ছেড়েছে জাতীয় দলের ক্রিকেটারেরা। আর আসন্ন এই নিদাহাস ট্রফির জন্য দলকে শুভ কামনা জানিয়েছেন দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।
টাইগারদের শ্রীলঙ্কা সফর নিয়ে এবার যা বললেন মাশরাফি :-
প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে যাত্রা শুরু করা ‘প্রজেক্ট লন্ডন-১৯৭১’ এর আয়োজনে ‘কুইজে একাত্তর’ শিরোনামের এক অনুষ্ঠানে এ প্রসঙ্গে মাশরাফি বলেন, ‘শ্রীলঙ্কা সফরে ভালো করা কঠিন হলেও ঘুরে দাঁড়ানোর সামর্থ্য রয়েছে বাংলাদেশের।
আর যদি দুই-একটি ম্যাচ আমরা ভালো খেলতে পারি তবে দলটা অনেকটা নির্ভার হয়ে যাবে। তাদের প্রতি শুভ কামনা রইলো।’ উল্লেখ্য, আগামী ৬ মার্চ উধোধনী ম্যাচে মুখোমুখি হবে শ্রীলঙ্কা-ভারত। এরপর ৮ মার্চ ভারতের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ।

Comments

Popular posts from this blog