মাশরাফিকে অনুসরণ করলেই সাফল্য!
টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন মাশরাফি বিন মুর্তজা। তবে এরপর থেকে যেন মাশরাফির যোগ্য উত্তরসূরীর খোঁজে বাংলাদেশ ক্রিকেট। টি-টোয়েন্টিতে একদমই ভালো করতে পারছেন না বাংলাদেশের পেসাররা। তবে উত্তরণের পথ কি? মাশরাফিকে অনুসরণ করার মাঝে ভালো ফলাফল সম্ভব বলে মনে করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মিডিয়া কমিটির প্রধান মোহাম্মদ জালাল ইউনুস।
সম্প্রতি এক সাক্ষাৎকারে বাংলাদেশের তরুণ পেসারদের সমস্যা নিয়ে কথা বলেছেন জালাল ইউনুস। তিনি মনে করেন, পেসাররা জায়গামতো বল করতে পারছে না। এইজন্য মাশরাফিকে অনুসরণ করার কথা উল্লেখ করে জালাল ইউনুস বলেন, ‘মাশরাফি সাংঘাতিক মাথা খাটিয়ে বল করে। তার কি আগের মতো পেস আছে? ১২৭ কিংবা ১২৮। বাট হি বিটিং এভরি ব্যাটসম্যান। সে সাফল্য পাচ্ছে কারণ ও হিটিং অন দ্য রাইট লাইন এন্ড রাইট লেন্থ। ও ব্যাটসম্যানকে রুমই দেয় না। যদি রুমই না দেন তাহলে খেলবে কিভাবে। ও কিন্তু ঠিকই ব্যাটসম্যানকে রিড করে বোলিং করে। জোরে করছে না কিন্তু জানে যে কোথায় ফেললে বল ভালো হবে। তরুণরা এই জায়গাটাতেই পিছিয়ে। আপনাকে ব্যাটসম্যানকে রিড করে বোলিং করতে হবে।’
সবসময় উইকেট পেতে হবে এমনটা মানতে নারাজ জালাল ইউনুস। পরিবেশ, পরিস্থিতি অনুযায়ী বোলিং করাই গুরুত্ব পাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মিডিয়া কমিটির প্রধানের কাছে। তিনি এই প্রসঙ্গে বলেন, ‘মাঠে কিভাবে কি ধরনের বোলিং করতে হবে সেটা আপনাকে জানতে হবে। আপনি বোলিং করলেন ১০ ওভার। ওখানে ৩০ রানে যদি কোনো উইকেট নাও পান তারপরও তো ভালো বোলিং। এতে তো ব্যাটসম্যানরা প্রেসারে থাকবে। ওই প্রেসারে অন্য কেউ উইকেট পাচ্ছে।’
উল্লেখ্য, মাশরাফি ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাট থেকে অবসরের পর এখনো জয়ের মুখ দেখে নি বাংলাদেশ। এদিকে আগামীকাল শুরু হচ্ছে নিদাহাস ট্রফি। শ্রীলঙ্কার মাটিতে পেসাররা নিজেদের ব্যর্থতা ঘুচিয়ে ভালো করতে পারবে কিনা তা সময়েই বলে দিবে!
nice...
ReplyDeletegood
ReplyDelete