জয়ের পর বাংলাদেশের খেলোয়াড়েরা সবাই ছুটে গেলেন মাঠে। বিশ্বজয়ের আনন্দে। রোমাঞ্চ ছড়ানো ম্যাচটা এর দুই বল আগেই ফিকে হয়ে গেছে। বাংলাদেশের জয় তখন নিশ্চিতই। তবু উদ্‌যাপনটা হলো অন্য রকম। সর্বশেষ এ মাঠেই বাংলাদেশ জিতেছিল। আবারও এ মাঠে জয়ের ধারায় ফিরল বাংলাদেশ। সেটিও ২১৫ রানের লক্ষ্য ছুঁয়ে। বাংলাদেশ এই প্রথম টি-টোয়েন্টিতে ২০০ রান পেরোল। এর আগে বাংলাদেশ সর্বোচ্চ ১৬৪ রান তাড়া করে জিতেছিল। আজ নতুন রেকর্ড গড়ল। তা শুধু নিজেদের রেকর্ড নয়, আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এত রান তাড়া করে জেতার রেকর্ড খুব বেশি নেই।
রান তাড়ায় চতুর্থ সর্বোচ্চ স্কোর এটি। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ২০০ বা এর বেশি রান তাড়া করে জেতার মাত্র দশম উদাহরণ।
জয়ী
স্কোর
লক্ষ্য
প্রতিপক্ষ
কবে
অস্ট্রেলিয়া
২৪৫/৫
২৪৪
নিউজিল্যান্ড
১৬ ফেব্রু ২০১৮
ওয়েস্ট ইন্ডিজ
২৩৬/৬
২৩২
দক্ষিণ আফ্রিকা
১১ জানু ২০১৫
ইংল্যান্ড
২৩০/৮
২৩০
দক্ষিণ আফ্রিকা
১৮ মার্চ ২০১৬
বাংলাদেশ
২১৫/৫
২১৫
শ্রীলঙ্কা
১০ মার্চ ২০১৮
ভারত
২১১/৪
২০৭
শ্রীলঙ্কা
১২ ডিসে ২০০৯
দক্ষিণ আফ্রিকা
২০৮/২
২০৬
ওয়েস্ট ইন্ডিজ
১১ সেপ্ট ২০০৭
অস্ট্রেলিয়া
২০৫/৫
২০৫
দক্ষিণ আফ্রিকা
৬ মার্চ ২০১৬
ভারত
২০২/৪
২০২
অস্ট্রেলিয়া
১০ অক্টো ২০১৩
নিউজিল্যান্ড
২০২/৫
২০১
জিম্বাবুয়ে
১৪ ফেব ২০১২
দক্ষিণ আফ্রিকা
২০০/৩
২০০
ভারত
২ অক্টো ২০১৫

Comments

Popular posts from this blog