আফগানদের রুখে দিলেন ম্যাকলিওড
২০১৯ ক্রিকেট বিশ্বকাপ বাছাই পর্বে ফেভারিট আফগানিস্তানকে হারিয়েছে চমক দিয়েছে স্কটল্যান্ড। উদ্বোধনী দিনে ৭ উইকেটের বড় ব্যবধানেই আফগানদের হারিয়েছে স্কটিশরা। রোববার জিম্বাবুয়ের বুলাওয়েতে আন্তর্জাতিক ক্রিকেট ইতিহাসের সবচেয়ে কনিষ্ঠ অধিনায়ক হিসেবে দেশকে নেতৃত্ব দিয়ে বিশ্ব রেকর্ড গড়ন রশিদ খান। ভারপ্রাপ্ত অধিনায়ক হিসেবে মহাদায়িত্ব কাধে নিয়ে শুরুটা ভালো করতে পারেননি এই তারকা ক্রিকেটার। আগে ব্যাট করে মোহাম্মদ নবীর ৯২ রানের ওপর ভর করে ৪৯.২ ওভারে ২৫৫ রানে অল আউট হয় যুদ্ধবিধ্বস্ত দেশটি। তবে কালাম ম্যাকলিওডের ষষ্ঠ ওয়ানডে সেঞ্চুরিতে আফগানদের গুঁড়িয়ে ৪৭.২ ওভারে জয় তুলে নেয় স্কটিশরা। ১৫৭ রানের হার না মানা ম্যাচ উইনিং ইনিংস খেলেছেন এই ডান-হাতি ব্যাটসম্যান। শুধু তাই নয় ম্যাচ সেরার পুরস্কারটিও ছিনিয়ে নিয়েছেন এই টপ অর্ডার। বুলাওয়ের মতো উইকেটে ২৫৫ রান করলেই ম্যাচ জেতা সম্ভব। কিন্তু এর আগে ক্যারিয়ারে ১৭৫ ও ১৫৪ রানের ইনিংস খেলা ম্যাকলিওডের দিন ছিল এটি। আরেক পরীক্ষিত সৈনিক রিচি বেরিংটন রুখে দাঁড়িয়েছিলেন। ২১ রানেই ২ উইকেট হারিয়েছিল স্কটল্যান্ড। তখন মনে হয়েছিল ঠিক পথে আছে আফগানিস্তান। কিন্তু চিত্র পাল্টে দিতে থাকে ম্যাকলিওড-বেরিংটনের জুটি। রেকর্ড ২০৮ রান উঠে আসে তৃতীয় উইকেটে। ৯৫ বলে ৬৭ রান করা বেরিংটনকে যখন রশিদ খান ফেরালেন তখন স্কটিশদের জয় প্রায় নিশ্চিত। ম্যাকলিওডকে ফেরাতে পারলেও একটা সুযোগ থাকতে পারতো। ২২৯ থেকে ২৫৬ পর্যন্ত ওই ম্যাকলোডই শেষে নিরাপদে টেনে নিয়ে গেছেন দলকে। ম্যাকলোডের ১৪৬ বলের ১৫৭ রানের ইনিংসে ২৩টি চার ও একটি ছক্কার মার।
১২ দেখায় আফগানিস্তানের বিপক্ষে এটি তাদের চতুর্থ জয়। ৭ বার জিতেছে আফগানরা। এক ম্যাচ হয়েছে পরিত্যক্ত।
২০১৯ ক্রিকেট বিশ্বকাপ বাছাই পর্বে ফেভারিট আফগানিস্তানকে হারিয়েছে চমক দিয়েছে স্কটল্যান্ড। উদ্বোধনী দিনে ৭ উইকেটের বড় ব্যবধানেই আফগানদের হারিয়েছে স্কটিশরা। রোববার জিম্বাবুয়ের বুলাওয়েতে আন্তর্জাতিক ক্রিকেট ইতিহাসের সবচেয়ে কনিষ্ঠ অধিনায়ক হিসেবে দেশকে নেতৃত্ব দিয়ে বিশ্ব রেকর্ড গড়ন রশিদ খান। ভারপ্রাপ্ত অধিনায়ক হিসেবে মহাদায়িত্ব কাধে নিয়ে শুরুটা ভালো করতে পারেননি এই তারকা ক্রিকেটার। আগে ব্যাট করে মোহাম্মদ নবীর ৯২ রানের ওপর ভর করে ৪৯.২ ওভারে ২৫৫ রানে অল আউট হয় যুদ্ধবিধ্বস্ত দেশটি। তবে কালাম ম্যাকলিওডের ষষ্ঠ ওয়ানডে সেঞ্চুরিতে আফগানদের গুঁড়িয়ে ৪৭.২ ওভারে জয় তুলে নেয় স্কটিশরা। ১৫৭ রানের হার না মানা ম্যাচ উইনিং ইনিংস খেলেছেন এই ডান-হাতি ব্যাটসম্যান। শুধু তাই নয় ম্যাচ সেরার পুরস্কারটিও ছিনিয়ে নিয়েছেন এই টপ অর্ডার। বুলাওয়ের মতো উইকেটে ২৫৫ রান করলেই ম্যাচ জেতা সম্ভব। কিন্তু এর আগে ক্যারিয়ারে ১৭৫ ও ১৫৪ রানের ইনিংস খেলা ম্যাকলিওডের দিন ছিল এটি। আরেক পরীক্ষিত সৈনিক রিচি বেরিংটন রুখে দাঁড়িয়েছিলেন। ২১ রানেই ২ উইকেট হারিয়েছিল স্কটল্যান্ড। তখন মনে হয়েছিল ঠিক পথে আছে আফগানিস্তান। কিন্তু চিত্র পাল্টে দিতে থাকে ম্যাকলিওড-বেরিংটনের জুটি। রেকর্ড ২০৮ রান উঠে আসে তৃতীয় উইকেটে। ৯৫ বলে ৬৭ রান করা বেরিংটনকে যখন রশিদ খান ফেরালেন তখন স্কটিশদের জয় প্রায় নিশ্চিত। ম্যাকলিওডকে ফেরাতে পারলেও একটা সুযোগ থাকতে পারতো। ২২৯ থেকে ২৫৬ পর্যন্ত ওই ম্যাকলোডই শেষে নিরাপদে টেনে নিয়ে গেছেন দলকে। ম্যাকলোডের ১৪৬ বলের ১৫৭ রানের ইনিংসে ২৩টি চার ও একটি ছক্কার মার।
১২ দেখায় আফগানিস্তানের বিপক্ষে এটি তাদের চতুর্থ জয়। ৭ বার জিতেছে আফগানরা। এক ম্যাচ হয়েছে পরিত্যক্ত।
Comments
Post a Comment